সম্পর্ক স্থাপন করবেন কার সাথে................?
এই জড় জগতের কোন সম্পর্কই চিরস্থায়ী নয়। এখানে প্রতিটি সম্পর্কই অনিত্য ও পরিবর্তনশীল। এ জগৎতে আপনি যার সাথেই সম্পর্ক করুন না কেন, একদিন না একদিন সেই সম্পর্ক ছিন্ন হবেই। মা-বাবা, ভাই-বোন,বন্ধু-বান্ধন কেউই চিরদিন আপনার পাশে থাকবে না। কিন্তু,কৃষ্ণের সাথে আমাদের নিত্য সম্পর্ক রয়েছে। তিনি আমাদের সাথে অনন্তকাল ধরে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
তাই,আমাদের উচিৎ কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করা এবং সেই সম্পর্কের মর্যাদা রক্ষা করা। ভগবানের সাথে আমরা শান্ত, দাস্য, সখ্য,
বাৎসল্য, মাধুর্য এই পাঁচটি রসে সম্পর্ক স্থাপন করতে পারি।আমরা যদি যেকোন একটি সম্পর্ক স্থাপন করে তার আরাধনা করি, তাহলে আমরা নিত্য আনন্দে থাকব। এ জগতেও আমরা কৃষ্ণের সাথে থাকব এবং মৃত্যুর পরও আমরা কৃষ্ণের সাথে থাকব। কখনও আমাদের সম্পর্ক ছিন্ন হবে না।
এই জড় জগতের কোন সম্পর্কই চিরস্থায়ী নয়। এখানে প্রতিটি সম্পর্কই অনিত্য ও পরিবর্তনশীল। এ জগৎতে আপনি যার সাথেই সম্পর্ক করুন না কেন, একদিন না একদিন সেই সম্পর্ক ছিন্ন হবেই। মা-বাবা, ভাই-বোন,বন্ধু-বান্ধন কেউই চিরদিন আপনার পাশে থাকবে না। কিন্তু,কৃষ্ণের সাথে আমাদের নিত্য সম্পর্ক রয়েছে। তিনি আমাদের সাথে অনন্তকাল ধরে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
তাই,আমাদের উচিৎ কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করা এবং সেই সম্পর্কের মর্যাদা রক্ষা করা। ভগবানের সাথে আমরা শান্ত, দাস্য, সখ্য,
বাৎসল্য, মাধুর্য এই পাঁচটি রসে সম্পর্ক স্থাপন করতে পারি।আমরা যদি যেকোন একটি সম্পর্ক স্থাপন করে তার আরাধনা করি, তাহলে আমরা নিত্য আনন্দে থাকব। এ জগতেও আমরা কৃষ্ণের সাথে থাকব এবং মৃত্যুর পরও আমরা কৃষ্ণের সাথে থাকব। কখনও আমাদের সম্পর্ক ছিন্ন হবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন