২২.৬.১৮

কে জানে এই ঘুম হয়তো শেষ ঘুম!!






















আপনি কি আগুন চেনেন? 
--হুম চিনি।
আপনি কি জানেন আগুনের রং কি??
--কমলা আর কালো রং এর কাছাকাছি হবে হয়তো... 
আগুনের খুব কাছে গেলে কেমন অনুভূতি হয় আপনার?
--অসহ্য যন্ত্রনায় সারা শরীর ঝলসে যায়,খুবই কষ্ট হয়।
আগুনের কি জিব্বা আছে? 
--আছে হয়তো।হাজার হাজার লক্ষ কোটি জিহ্বা। সব কিছু জ্বালিয়ে পুঁড়িয়ে শেষ করে দেয়।
তাঁর মানে আপনি আগুন কে চেনেন তাই তো?
--ইয়ে! আসলে! মানে......
লোকটা কে থামিয়ে দিলো একজন হিন্দু ব্যক্তি । তারপর ভগবানের ভক্ত টি বলল-
"আপনি আগুন কে কিছুই চিনতে পারেন নি। কারন আপনি কখনো আগুনের মাঝে ঝাঁপ দিয়ে দেখেননি যে আগুন কি জিনিস। আপনি কখনো আগুন কে স্পর্শ করে দেখেন নি আগুন কতটা জ্বালায়। তদ্রুপ ভগবানের প্রেমের আগুনে যারা ঝাঁপ দেয়নি তারা কোনদিন ই আঁচ করতে পারবে না তাঁর ভালোবাসায় কত সুখ আছে। দুনিয়ার প্রেমে আজ যারা মশগুল তারা জানে না ভগবানের সঙ্গের দিব্যপ্রেমের সুখ কি!! 
তারা সব জানে কিন্তু মানে না। এমন একদিন আসবে যেদিন তারা সব মানবে কিন্তু হায়! সেদিন আর সময় থাকবে না!!"
... প্রতিদিন রাতে ঘুমাবার সময় আমরা অ্যালার্ম সেট করি কিন্তু আমরা জানি না আগামীকাল আমরা বাচবো কিনা। কে জানে এই ঘুম হয়তো শেষ ঘুম!! 
{জাতস্য ধ্রুবো মৃত্যুর্ধ্রুবং জম্ম মৃতস্য চ।} গীঃ২.২৭
অনুবাদঃ- যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। 
অন্তকালে চ মামেব স্মরন্মুক্ত্বা কলেবরম।
যঃ প্রায়তি স মদ্ভাবং যাতি নাস্ত্যত্র সংশয়ঃ।।গীঃ ৮.৫
অনুবাদঃ- মৃত্যু সময়ে যিনি আমাকে স্মরন করে দেহত্যাগ করেন। তিনি তৎক্ষনাৎ আমার ভাবই প্রাপ্ত হন। এই বিষয়ে কোনও সন্দেহ নাই।
আসুন মৃত্যুর কথা ভাবি। এবং আশা করি মৃত্যুর সময় যেন মুখে উচ্চারিত হয়-- 
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন