পশু হত্যা পাপ !!! শাক-সবজি খেয়ে গাছপালা গুলিকে
হত্যা কি পাপ নয় ??বৈষ্ণব দর্শণ শিক্ষা দেয়, প্রয়োজন ব্যতীত
একটি গাছকেও হত্যা না করতে। (গীতা-9/26)
পড়ুন..
তাৎপর্য:- কেউ যদি ভক্তি ও ভালোবাসার সঙ্গে
আমাকে পত্র, পুষ্প, ফল বা শুধুমাত্র জলও উৎসর্গ
করে, আমি তা গ্রহণ করি।
শ্রীকৃষ্ণ যেমন খাদ্য উৎসর্গ করতে বলেছেন,
আমরা তাকে তাই নিবেদন করি, এবং তার প্রসাদ গ্রহণ
করি। তাকে নিরামিষ খাদ্য উৎসর্গ করলে যদি পাপ হয়,
তাহলে তা কৃষ্ণের পাপ-আমাদের নয়।
কিন্তু ভগবানকে কোন পাপ স্পর্শ করতে পারে
না। তিনি সূর্যের মতো। দেবতা সূর্যদেব হল
শ্রীকৃষ্ণের কর্মচারী। তার ক্ষমতা দেখুন-
মূত্রের মতো দূষিত পদার্থকেও শুকিয়ে শুদ্ধ
করে দেয়। তাহলে ভাবুন কৃষ্ণ কত শক্তিশালী।
যুদ্ধক্ষেত্রে কোন সেনাপতি যখন কাউকে -
শত্রুপক্ষের সৈন্যদের আক্রমনের নির্দেশ
দেন- তখন শত্রুদের হত্যা করার ফলে তাকে
পুরষ্কৃত করা হয়। কিন্তু সেই সৈন্যটি যদি নিজের
ইচ্ছামতো কাউকে হত্যা করে,তাকে শাস্তি
পেতে হয়।
তেমনই আমরা কৃষ্ণের নির্দেশে যদি তার প্রসাদগ্রহণ করি- আমাদের কোন পাপ হয় না।
(গীতা-3/13) পড়ুন..
তাৎপর্য:- ভগবদ্ভক্তরা যজ্ঞ-অবশিষ্ট খাদ্য গ্রহণ
করে, তাই তারা সব রকমের পাপ থেকে মুক্ত।
কিন্তু যারা নিজেদের ভোজনের জন্যই শুধু রন্ধন
করে, তারা কেবল পাপই ভোজন করে।
তাহলে শ্রীকৃষ্ণ কি পশুমাংস আহার করার অনুমতি
দেন না ??
হ্যাঁ দেন.....তবে শুধু পশুদের। আপনি তো
নিজেকে মানুষ বলেন। কোর্ট প্যান্ট পরে
সেজেগুজে থাকেন। তবে এখনও কেন আদিম
যুগের সভ্যতা পালন করছেন ?
যুক্তি দেখুন-গরু, ছাগল, ভেড়া, গাধা এদের সাথে
নিজের দাঁতের পাটি মেলান-একই। অর্থাৎ ভগবান
আপনাকে নিরামিষ খাওয়ার অনুমতি দিয়ে পাঠিয়েছেন।
এবার কুকুর,শেয়াল,বাঘ,সিংহ এদের দাঁতগুলি দেখুন-
সামনের দাঁতগুলি ধারালো। অর্থাৎ এদের শক্ত মাংস
ছিঁড়ে খাওয়ার অনুমতি দেওয়া আছে।
পশুরা নিজের কর্মদোষে পশুদেহ পেয়েছে।
আপনি অনেক জন্মের সুকৃতির ফলে মানবদেহ
পেয়েছেন, কেন অবহেলায় সময় নষ্ট
করছেন !!!
শুধরে যান- ভক্তি পথে আসুন, নিজের আত্মাকে
উন্নতির দিকে নিয়ে চলুন । তারপর পরের
জন্মে,, যে পশুর মাংস খাচ্ছেন, সে মানবদেহ
পেয়ে আপনাকে খাবে।
শাস্ত্র পড়ুন -- ইহা সত্য।
মাং মানে আমাকে সঃ মানে সে।
যাকে আমি খাচ্ছি, আমাকেও সে কোন জন্মে
খাবে।। অথবা পরজন্মে প্রকৃতি আপনাকে বাঘ,সিংহ
ইত্যাদি কোন মাংশাসী প্রাণীদেহ দেবে, যাতে
খুব করে মাংস খেতে পারেন। তৈরী থাকুন।
" সাবধান হউন "
x[*সংগ্রহীতপোষ্ট*]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন