২১.৬.১৮

সনাতন ধর্মে কয়টা ঈশ্বর আছে ??

সনাতন ধর্মে কয়টা ঈশ্বর আছে ??


পবিত্র বেদ কি বলে দেখি।।

















♥ যজুর্বেদ ৪০.১→
এই সমস্ত বিশ্ব শুধু মাত্র একজন ঈশ্বর দ্বারা সৃষ্টি ও
পরিচালিত হচ্ছে।কখনই অন্যায় করো না অথবা অন্যায়
ভাবে সম্পদ অর্জনের ইচ্ছা করো না।
♥ ঋগবেদ
১০.৪৮.১:→ঈশ্বর সর্বত্রই বিদ্যমান এবং বিশ্ব
ব্রক্ষান্ডকে পরিচালিত করেন। পৃথিবীতে একমাত্র
তিনিই জয় ও শ্বাশত কারন প্রদান কারী। প্রতিটি আত্মা
অবশ্যই তাঁকেই সন্ধান করবে যেমন করে একটি
শিশু তারা বাবাকে খোঁজে। শুধুমাত্র তিনি আমাদেরকে
খাদ্য ও স্বর্গীয় সুখ প্রদান করেন।
♥ ঋগবেদ
১০.৪৮.৫→ ঈশ্বর সমস্ত পৃথিবীকে আলোকিত
করেন। তিনি অপরাজেয় এবং মৃত্যুহীনও। তিনি এই
জগত সৃষ্টিকারী। সকল আত্মার উচিত পরম সুখ সন্ধান
করা জ্ঞান অন্বেষণ ও কর্মের মধ্য দিয়ে। তারা
কখনই ঈশ্বরের বন্ধুত্ব থেকে নিজেকে পরিহার
করবে না।
♥ ঋগবেদ ১০.৪৯.১→ ঈশ্বরই সত্যের
সন্ধানীদের সত্যজ্ঞান দিয়ে থাকেন। তিনিই শুধু
জ্ঞানের প্রর্বতক এবং ধার্মিক ব্যাক্তিদের পরম সুখ
লাভের জন্য পবিত্র কর্ম করতে উৎসাহী করেন।
তিনিই একমাত্র জগতের সৃষ্টিকারী এবং এর পরিচালক।
ঙটাই ঈশ্বর ব্যাতীত অন্য কারো উপাসনা করো না।
♥ যজু্র্বেদ ১৩.৪: সমগ্র বিশ্বে শুধু একজনই
হর্তাকর্তা রয়েছেন। শুধুমাত্র তিনিই পৃথিবী, আকাশ,
এবং অন্যন্যা দৈব সত্ত্বাকে ধারণ করেন। তিনি নিজেই
পরম সুখী! তিনিই শুধু মাত্র তিনিই আমাদের দ্বারা উপাসিত
হবেন।
♥ অথর্ববেদ ১৩.৪.১৬-২১→ তিনি না দুই, না
তিন, না চার, না পাঁচ, না ছয়, এমনকি না সাত, না আট, না নয়, না
দশ। তিনি একজন এবং শুধুই একজন। তিনি ছাড়া অন্য কেউ
ঈশ্বর নন। সকল দেবতাগণ তার মাঝেই থাকেন এবং
তার দ্বারাই পরিচালিত হন। তাই তিনি ছাড়া অন্য কেউ উপাস্য
নাই।
♥ অর্থববেদ ১০.৭.৩৮→ শুধু মাত্র ঈশ্বরই
হলেন শ্রেষ্ট এবং একমাত্র উপাস্য। তিনিই সকল
জ্ঞানের ও কার্যাবলীর উৎস।
♥ যযজুর্বেদ
৩২.১১→ বিশ্ব ব্রক্ষান্ডের সকল স্থানেই তিনি
বর্তমান। কোন স্থানই তাকে আড়াল করতে পারে
না। তিনি নিজেই নিজের কাজ করেন এবং তাঁর কাজ করার
জন্য তাঁর কোন সহায়কের সাহায্যের প্রয়োজন
হয় না। যে আত্মা অনুধাবন করতে পারে যে শুধুমাত্র
ঈশ্বরই তাকে জয় করতে পারে এবং উপভোগ
করতে পারে শর্তহীন অসীম আনন্দ অথবা মকশা।

[*সংগ্রহীতপোষ্ট*]

1 টি মন্তব্য:

  1. অনেক সনাতন ধর্ম দীক্ষিত মানুষ রয়েছেন যারা পাঠার মাংস ভক্ষণ করলেও মুরগীর মাংস ভক্ষণ করে না।
    কিন্তু কেন তারা এমন করেন।।

    উত্তরমুছুন