২২.৮.১৮

কলিযুগে কি হবে ??


কলিযুগের বয়স ৪ লক্ষ ৩২ হাজার
বছর....

৫০০০ বছর অতিক্রম
করেছে...৪২৭০০০ বছর রয়েছে।
আজ থেকে ৫০০ বছর আগে
চৈতন্য মহাপ্রভু
এসেছিলেন,তিনি
বলেছেন..এখন থেকে ১০
হাজার বছর পরে ঘোরকলি শুরু
হয়ে যাবে। অর্থাৎ তখন আর ধর্ম
থাকবে না। ৫০০বছর চলে
গেছে, অর্থাৎ এখন থেকে
৯৫০০বছর পরে পৃথিবীতে আর
কোন ধর্ম থাকবে না। এসম্পর্ক
শাস্ত্রে বলা হয়েছে,কলির
প্রভাবে কেউ আর হরি নাম
নেবে না। বেদব্রত সম্তই লুপ্ত
হবে..মিথ্যার প্রভাবে সবাই
কামাচারী হবে। বিবাহের
ব্যতিক্রম হবে। নারী পুরুষের
মাঝে কোন ভেদ থাকবে না।
সব আচার বিচার বিলুপ্ত হবে।
রমনীর আজ্ঞায় সকল পুরুষ চলবে।
নরহত্যাকরী আর প্রবঞ্চক চোরে
সাধুরে নিন্দা করবে। নারীরা
অষ্টম বর্ষে যুবতী হবে..বিশ
বছরে জরাজীর্ণ হবে। কলিতে
মাতা,পত্নী,পুত্
রবধু,ভগনী, সকলে ঘোর ব্যভিচার
করবে। ব্যভিচার করে যে ধন
উপার্জন হবে তা দিয়ে পুরুষ
জীবন ধারন করবে।
ভগনী,বিমাতা কোন বিচার না
করে..সকল লোক নিত্য ব্যভিচার
করবে। এক মাত্র নীজ মাতা
পরিহার করে..পরপত্নী সহ বিহার
করবে। কার পতি..কার
পত্নী..কোন ঠিক থাকবে না।
চারি দিকে শুধু পাপ বিরাজ
করবে। বৃক্ষ গুলো সব হবে এক
হাতের সমান..মানুষ হবে এক
আঙ্গুলের সমান। সেই সময় ভগবান
শ্রীকৃষ্ণ কল্কিমূর্ত্তি ধরে
আবির্ভূত হবেন। বিশাল ষোটকে
কল্কি আরোহন করে, ভুবন থেকে
তিন রাত্রে ম্লেচ্ছশূণ্য করিবে।
বাসের অযোগ্য হবে এই ধরাতল।
সূর্যের তেজের প্রভাবে ধরনীর
সকল জল শুষ্ক হয়ে যাবে। ভীষণ
সেই কলিকাল অতীত হলে, এই
ধরায় ধর্মে আবার পরিপূর্ণ হবে।
সত্যযুগ ধরণীতে আসিবে আবার।
পৃথিবীতে তখন ধর্মের প্রচার
হবে। কলির প্রভাবে সব সদাচার
লুপ্ত ছিল, সত্যযুগে পুনরায় তা
প্রতিষ্ঠিত হবে। সর্ব লোকের
মাঝে বেদ-স্মৃতি ''কৃষ্ণনাম''
আবার প্রচালিত হবে। যারা
ঘোরকলিতে জন্মগ্রহন
করবে..তারা কত দুর্ভাগা,তাদের
মুক্তির পথ সুদূর প্রসারী। যখন ধর্ম
থাকবে না..তখন মা-বাবা, ভাই-
বোন এদের মধ্যে কোন সম্পর্ক
থাকবে না। ফলে সবাই ব্যভিচার
করবে। সেই দিন সামনে আসছে।
যার নমুনা এখনি শুরু হয়ে গেছে।
শাস্ত্রে বলা হয়েছে.কলির
প্রভাবে কলিকালে কপট ধর্মের
সৃষ্টি হবে। সেখানে সৃষ্টকর্তা
কে সেটাই তারা জানবে না।

collected

1 টি মন্তব্য:

  1. হরেকৃষ্ণ প্রভু দণ্ডবৎ প্রণাম।বলছি আমার একটা প্রশ্ন ছিল যে মানুষ বলে থাকে মা বাবাই তো ভগবান মা বাবার সেবা করলে ভগবানের সেবা হয়ে যায় এটা কি ঠিক এবং সারাজীবন ধরে আমি মা বাবার সেবা করলাম এবং আর ভগবানের সেবা হয়ে গেল। তাহলে কি মা-বাবা ভগবান। এই বিষয়ে কিছু উত্তর দিলবন হরে কৃষ্ণ।

    উত্তরমুছুন