২২.৮.১৮

এই বিশ্বব্রহ্মাণ্ডে ভগবান মহাদেবের অবস্থান

এই বিশ্বব্রহ্মাণ্ডে ভগবান মহাদেবের অবস্থান শ্রীমদ্ভাগবত,

ব্রহ্মসংহিতা , পদ্মপুরাণ প্রভৃতিতে খুব সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে।


শ্রীমদ্ভাগবত(১২।১৩।১৬) তে বলা হয়েছে "বৈষ্ণবনাম যথা শম্ভু"

অর্থাৎ ভগবান শিব বৈষ্ণবদের ভিতর শ্রেষ্ঠ।


শ্রীমদ্ভাগবত(৬.৩.২০) আমাদের জানায় যে ভগবান শিব হচ্ছে বৈষ্ণব

দর্শনের কর্তৃত্বকারী ১২ জন মহাজনের একজন।

শ্রীমদ্ভাগবত(৪.২৪.৭৬) অনুযায়ী ভগবান শিব বললেন "কেউ যদি তার

রুদ্র গীতা প্রার্থনা পড়ে তাহলে সে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ

করতে পারবে।"


ভগবান শিব তার পত্নী মাতা পার্বতী কে বলেন

যে তিনি সমুদ্রমন্থনে উত্থিত হলা হলা বিষ পান করেছিলেন ভগবান

বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য।শ্রীমদ্ভাগবত(৮.৭.৪০)

পদ্ম পুরাণে ভগবান শিব মাতা সতীকে বলছেন..."শ্রী রাম রাম

রামেতি রামে রামে মনোরমে সহস্র নামাঃ তত তুলম রাম নামা ভরনানে"

অর্থাৎ ভগবান শিব স্পষ্টত বলছেন যে তিনি রাম নাম জপে তুষ্ট হন।

ভগবান শিব ভগবান বিষ্ণুর মোহিনী মূর্তি দেখে হতভম্ব

হয়ে গিয়েছিলেন। ভগবান শিব পরে প্রকাশ করেন যে তিনি ভগবান

শ্রীকৃষ্ণের অলীক লীলা পুরোপুরি অনুধাবন করতে অসমর্থ।

এটি বলা হয়েছে শ্রীমদ্ভাগবত(৮.১২.১০) শ্লোকে।

যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তখন

অর্জুন বলেছিলেন... " ভগবান শ্রীকৃষ্ণ , আমি আপনার মধ্যে সকল

দেবতা এবং প্রাণীজগতকে দেখতে পাচ্ছি।

আমি দেখতে পাচ্ছি ব্রহ্মা একটি পদ্ম ফুলের উপর

বসে আছেন,তেমনি আমি আপনার ভিতর ভগবান শিব এবং অনন্ত নাগ কেও

দেখতে পাচ্ছি। শ্রীমদ্ভগবত গীতা ( ১১।১৫)

বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলার সময় ভগবান শিব

গোপীদের সাথে রাস নৃত্তে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ

করেছিলেন।

ব্রহ্মসংহিতা (১০ম শ্লোক) স্পষ্টত প্রতিষ্ঠা করে যে ভগবান মহেশ্বর

ভগবান বিষ্ণুর নিকট থেকে শক্তি প্রাপ্ত হয়েছেন। " ভগবান শম্ভু এই

জড় জগতে কার্যকারণ সম্বন্ধীয় নীতির প্রতিমূর্তি,যিনি পুরুষ

হিসেবে তার পত্নী প্রকৃতির(মায়া) সাথে যুক্ত

হয়ে সৃষ্টি করে চলেছেন। এই বিশ্বের ঈশ্বর ভগবান মহা বিষ্ণু ভগবান

মহেশ্বরের ভিতর প্রতীয়মান আছেন।"

ভগবান শিব অবতার এবং অবেশ কোনটি নন এবং তিনি এই দুটির মধ্যবর্তীও

নন। ভগবান শিব দেবতাদের দেবতা এবং স্বয়ং ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ।

ভগবান মহাদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আধ্যাত্মিক গুরু। তার নিজের

আধ্যাত্মিক সম্প্রদায় রয়েছে এবং সেটি রুদ্র সম্প্রদায় মানে পরিচিত।

Har Har Mohadev


collected

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন