ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু এর অর্থ কি ??
" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "
☞অর্থ- তিনি দিব্যলোকে গমন করুক।
☞বাংলা(সে, সেই,তিনি,তাহা)
☞সংস্কৃত (স সঃ সা)
স-হল উভয়লিঙ্গ
সঃ- হল পুংলিঙ্গ
সা - হল স্ত্রীলিঙ্গ
তাই মৃত ব্যক্তিকে নারী পুরুষ ভেদাভেদ না করে সবার উদ্দেশ্য বলতে হয়
" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "
☞কিন্তু আজকাল আমরা সোশাল মিডিয়া বা আমাদের অনেকেই ভূল মন্ত্র উচ্চারণ বা লিখে থাকি তা হল..
ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু
স্ব অর্থ নিজে
তাহলে অর্থ হয়---
"দিব্যলোকে আমি গমন করি।"
এবার আপনিই বিচার করুন......
☞আসুন বেদে সেই মন্ত্রটি সম্পূর্ণ দেখি
“ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্মং জানতা বাপ্য জানতা ।
মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম্
ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্
দহেয়ং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স গচ্ছতু”
অনুবাদঃ তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন। কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে। এ দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভিতি দ্বারা আচ্ছাদিত ছিল। হে অগ্নিদেব, আপনি তার সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান। ( ক্রিয়াকাণ্ড বারিধি)
আসুন আমরা সংস্কৃত শুদ্ধ উচ্চারণ করি নিজে জানব অপরকে জানাই।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ
[Collected]
নমস্কার,,, 🙏
উত্তরমুছুনসত্যি মন্ত্রটি আমার কাছে খুব ভাললাগে।
পবিত্র বেদ হতে কোন রেফারেন্স চাই?
অনেকে ইহা চেয়েছে!
রাধে রাধে
উত্তরমুছুনবেদে কোথায় এই মন্ত্রটা আছে
উত্তরমুছুনমন্ত্রটি সুন্দর।
উত্তরমুছুন" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "
উত্তরমুছুনমন্ত্রটি হিন্দু কোন শাস্ত্রের কোন স্বর্গে/অধ্যায়/পর্বে/ খন্ডে'র কত পাতায় উল্লেখ আছে? দয়া করে জানাবেন।
উত্তরমুছুনসনাতন ধর্মকে যে কোন জাতির, ব্যক্তির জানতে হরে প্রথমে তাকে শ্রদ্ধাবান, অবনত, ও ধর্ম প্রাণহতে হবে, সনাতন মানেই মান, গর্ব, অহংকার বর্জিত হতে হবে, সনাতন ধর্ম যে বিশাল সুগভীর ও আদি প্রাচীন, ও গূঢ় গাম্ভীর্যে্্যর সুবিশার সমাহার,, এই আমার বিশ্বাস--: এস.কে- কম্পিউটার প্রশিক্ষক, চাঁদপুর।
উত্তরমুছুনঅন্তেষ্টিক্রিয়া পদ্ধতির মধ্যে চিতা প্রদক্ষিণ মন্ত্রের মধ্যে এই মন্ত্রটি পাওয়া যায়
উত্তরমুছুন